জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে রেলওয়েতে নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা কর্মীরা

বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা তিন দিনের সড়ক – রেলপথ – নৌপথ অবরোধ কর্মসূচীর মধ্যে ও সরকারি পরিবহন ট্রেন নিরবচ্ছিন্ন ভাবে চলাচল করছে আখাউড়া – সিলেট রেলপথ ।

ট্রেন চলাচল নিরাপদ করতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ , রেল পুলিশ ও আর এন বি যৌথ ভাবে কাজ করছে ।

মঙ্গলবার (৩১ অক্টোবর ) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঘুরে দেখা যায় , স্টেশনের প্রবেশ মূখে ফ্লাট ফর্ম উপর থানার একদল পুলিশ , রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে ।

রেল যাত্রীরা আতংকের মধ্যে থাকলে ও তাদের এই পরিবেশ দেখে আতংক কিছুটা কমেছে । অন্য দিকে সকাল থেকেই প্রতিটি আন্তঃনগর ও লোকাল ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। তবে বিভিন্ন গন্তব্য থেকে চট্টগ্রাম , ঢাকা ও সিলেট রেলপথে ট্রেন যাএীরা অনেকটা শঙ্কায় থাকলে ও তারা নিরাপদে পৌঁছেছেন ।

মোঃ মোজাম্মেল হক সফিক বলেন , আমি শায়েস্তাগঞ্জ থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সিলেটে আসলাম। আসার সময় অনেকটা শঙ্কায় ছিলাম, কেউ নাশকতা করে কিনা । তবে নিরাপদে পৌঁছেছি ।

রেল পথে কোনো ধরনের নাশকতা হয়নি। রাতে সিলেট থেকে আসার পথে দেখলাম প্রতিটি ট্রেন ঠিকঠাক লাইন ধরে চলাচল করছে । কোনো লাইনের পাশে মানুষের জটলা নেই ।

নিরাপত্তা প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বলেন , শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অনেক ফোর্স সহযোগিতায় রেল ফাঁড়ি পুলিশ ও আর এন বি কঠোর নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসে নি । রেল চলাচল স্বাভাবিক ভাবে আছে । আমাদের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে ।

তিনি আরো বলেন , গত মধ্য রাত ১২ টা থেকে আমরা রেললাইন পাহারা দেওয়ার কার্যক্রম শুরু করেছি । আমাদের ট্রাইকিং ফোর্স সব জায়গায় রেডি আছে । যেন আমরা নিরবচ্ছিন্ন ভাবে স্টেশন ও রেলপথ পাহারা দিতে পারি ।