হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে হাসপাতাল সড়কে দীর্ঘ দিন ধরে বিভিন্ন দোকানের সামনে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখে যত্রতত্র ভাবে গড়ে উঠেছে অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক টমটম স্ট্যান্ড ।
ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও স্কুল শিক্ষার্থীরা।
জানা যায় , উপজেলার পৌর শহরটি একটি ব্যস্ততম প্রথম শ্রেণির পৌর শহর । এই শহরের উপর দিয়ে ঢাকা – সিলেট মহাসড়ক। তবে মহাসড়ক দেউন্দি রাস্তা মোড় থেকে দাউদনগর বাজার ট্রলি সড়ক মোড় হয়ে রেলওয়ে জংশন , থানা রোড , পুরান বাজার রোড এবং হবিগঞ্জ জেলা সদর রোড প্রবেশদ্বার হওয়ায় এই পৌর শহরে গুরুত্ব বেশি । এই শহরে তিনটি হাটবাজার রয়েছে কিন্তু বিভিন্ন দূরদূরান্ত থেকে ক্রেতা – বিক্রেতা আসা-যাওয়া করে বিভিন্ন যাত্রীবাহী দিয়ে ।
পৌর শহর দাউদনগর বাজার হাসপাতাল সড়কে সরজমিনে গিয়ে দেখা যায় , দাউদনগর বাজার তৎকালীন বাগানের ট্রলি সড়ক মোড় থেকে হাসপাতাল সড়কের একদিকে উপজেলা ডাকঘর অফিসের পাকা দেয়াল ঘেষে দোকান না থাকায় শতাধিক ব্যাটারি চালিত ইজি বাইক টমটম স্ট্যান্ড হিসেবে নির্ধারিত করা হয়েছে এবং এখানেই যাত্রী উঠানামা করে।
অপর দিকে দাউদনগর বাজারে হাসপাতাল সড়কে এক পাশে অর্ধ শতাধিক বিভিন্ন দোকান এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ মুখ । এসব পাইকারি ও খুচরা দোকান ব্যবসায়ীদের সামনে ও স্কুলের প্রবেশ মুখে যত্রতত্র ভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জোরপূর্বক দখল করে রেখেছে ব্যাটারি চালিত ইজি বাইক টমটম স্ট্যান্ড ।
ব্যবসায়ীদের দোকানের সামন থেকে টমটম সরানো কথা বললেও শুনে না তাদের কথা। চালকরা দোকানের সামনে টমটম রেখে চলে যায় দূরে ।
পৌর কর্তৃপক্ষকে অবগত করলে-ও কোনো নজরদারি নেই কিন্তু নিয়ম শৃঙ্খলা ছাড়াই কাগজে কলমে শায়েস্তাগঞ্জ পৌরসভা ।
এক শ্রেণির প্রভাবশালী লোকেরা প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছেন এই স্ট্যান্ড থেকে কিন্তু প্রতিবাদ করার কেউ নেই ।
প্রতিদিন হাসপাতাল সড়কের সামনে টমটম সিরিয়াল ম্যান বসিয়ে বিভিন্ন স্থানে চলাচলরত ব্যাটারি চালিত ইজি বাইক টমটমের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা তুলা হচ্ছে ।
স্থানীয় প্রভাবশালীদের সাহসে টমটম চালকরা ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ভাবে টমটম রাখা হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
যার ফলে এ সড়কে উভয় পাশে টমটম থাকায় যানজট সৃষ্টি সহ ব্যবসায়ীদের ও হাজার হাজার টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তারা।
হাসপাতাল সড়কে প্রবীন ব্যবসায়ী জিতু মিয়া বলেন , হাসপাতাল এর দক্ষিণ দিকে অনেক জায়গা আছে, সেদিকে দোকান-পাঠ খুবই কম এইদিকে টমটম না রেখে, যেদিকে দোকান-পাঠে ব্যবসা হয় বেশি, এইদিকেই তারা টমটম রাখেন।
প্রতিদিন ব্যবসায়ীরা দোকানের সামনে পণ্যবাহী লোড – আনলোড করতে পারছেন না । এমনকি যত্রতত্র টমটম থাকার কারণে ক্রেতারা দেখতে না পেয়ে চলে যায় ।
এসব টমটম নির্ধারিত স্থান পৌর কর্তৃপক্ষ করে দেওয়ার দায়িত্ব থাকলেও নজর নেই তাদের ।
স্কুল শিক্ষার্থী হাফসা আক্তার জানান, আমরা প্রতিদিন এই রাস্থা দিয়ে যাতায়াত করি, অনেক সময় দেখা যায় তাদের টমটমের স্ট্যান্ডের কারণে আমাদের ক্লাসে যেতে দেরি হচ্ছে আবার ক্লাস থেকে ফিরে আসতে দেরি হচ্ছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে হাসপাতাল সড়কের দোকানের সামনে ও স্কুলের প্রবেশ মুখ থেকে ব্যাটারি চালিত ইজি বাইক টমটম সরানোর জন্য সেনাবাহিনী , প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে সু- দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দোকান ব্যবসায়ীরা।