জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) ফারজানা আক্তার মিতা সঙ্গে উপজেলা কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ।

শনিবার (২৩ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী , উপজেলা প্রেস ক্লাবের হামিদুল হক বুলবুল , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন , সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি , কামরুজ্জামান আল রিয়াদ প্রমূখ ।

এতে অংশ নেন – উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির , প্রেসক্লাবের কামরুল হাসান ।

মতবিনিময় সাংবাদিকরা নবাগত ইউ এন ও কে স্বাগত জানিয়ে উপজেলা কর্মরত সাংবাদিক বৃন্দ বিভিন্ন বিষয়ের বিভিন্ন দিক সমূহ তুলে ধরে এবং এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) ফারজানা আক্তার মিতা বলেন , যে কোনো সমস্যা আমি শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাএায় ২০২৪ সালে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তি শৃঙ্খলা ভাবে অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন হয় সেই দিকে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন ।

তিনি বলেন , সাংবাদিকরা সমাজের আয়না । সিলেট বিভাগের মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা সিলেটের প্রবেশদার রেলপথ ও হাইওয়ে সড়ক হিসেবে পরিচিত । উপজেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান , বৈধ্য ভূমি ও মুক্তি যুদ্ধের একটি ঐতিহাসিক স্থান ।

এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে । উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন । সরকারি নিয়ম-নীতির মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই ।

এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন । এর আগে তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) হিসাবে কর্মরত ছিলেন এবং তিনি ৩৪ তম বিসিএস ।