জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জ জংশনে ভারসাম্যহীন বৃদ্ধা নারী লাশ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে প্লাট ফর্মের উপর বৃদ্ধ নারী মৃত লাশ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ির পুলিশ । মঙ্গলবার (১২ ডিসেম্বর ) দুপুর ২ টায় দিকে রেলওয়ে স্টেশনে ১ নং প্লাট ফর্মের উপর এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান , রেলওয়ে জংশনে প্লাট ফর্মে বৃদ্ধ নারী মৃত দেখে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও ফারুক মিয়া কে খবর জানানো পর একদল পুলিশ নিয়ে মৃত লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয় ।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী প্রচেষ্টায় মৃত বৃদ্ধ পরিচয় পাওয়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নি । মৃত বৃদ্ধ নারী বি বাড়িয়া জেলার সরাইল উপজেলার রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাক্ষণগাঁও গ্রামের মৃত পজলে করীমের স্ত্রী ভারসাম্যহীন বৃদ্ধ নারী নিঃসন্তান হাজেরা বেগম (৫৫) । মৃত বৃদ্ধ নারী ছয় ভাই ও এক বোনের মধ্যে সে বড় ছিল
হয় ।

মৃত বৃদ্ধ নারী ভাই জানান , বোন হাজেরা বেগম কে পজলে করিমের সঙ্গে বিয়ে দিলে এবং দীর্ঘ সংসার করার পর কোনো সন্ধান না হওয়ায় মৃত পজলে করিম ডিভোর্স দিলে ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকে বের হয়ে যায় প্রায় ৩০ বছর ধরে । অনেক জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে মৃত হয় ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান , বৃদ্ধ নারী অনেক প্রচেষ্টায় পরিচয় পাওয়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত না করে বৃদ্ধ নারী ভাই ও তার আত্মীয় স্বজনদের মৃত বৃদ্ধ লাশ হস্তান্তর করেন । এ ব্যাপারে কোনো মামলা হয় নি ।