বৈষম্যবিরোধী ছাত্র – জনতা আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১ ডিসেম্বর ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ে পাঁচশতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সদস্যদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র – জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এসময় সভার শুরুতেই শহীদ ও আহতদের স্মরণে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন । এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় । সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মদ এর পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান ঘটনা প্রবাহ স্মৃতি চারণ করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক হালিমা খাতুন , আলী হায়দার সেলিম , সজল বরণ ব্রাক্ষচারী, শামীমা আক্তার , হেলেন আক্তার , মোহাম্মদ সোয়েব , বদরুন্নেছা খাতুন , দেব যানী ধর বর্ষা , লিটন চন্দ্র পাল , মুর্শেদা আক্তার আনচারী , দিপালী বেগম , নুসরাত জাহান , আজহারুল হোসাইন , তাসলিমা আক্তার , আজিজুর রহমান লিটন , মরিয়ম আক্তার তামান্না , নন্দিতা রায় , জামাল মিয়া , অঞ্জনা রানী দত্ত প্রমুখ।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ( ম্যানেজিং কমিটি সদস্য) সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ।
বক্তারা বলেন , হাজারো ছাত্র – জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি । এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র – জনতা শহীদ ও আহত পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না । মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না ।
সভা শেষ ছাত্র – জনতা শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান ।