হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল রাতে হবিগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের একটি সুত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। গত রাতে ঢাকার একটি হাসপাতাল থেকে আসা রিপোর্টে ইউএনও সুমী আক্তারসহ জেলায় নতুন করে আরো ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হন।
করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব ও হবিগঞ্জের খবরের অনুসন্ধানে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জ সহ) ৩৩৭, চুনারুঘাট ১৫৬, মাধবপুর ১২৬, নবীগঞ্জ ৮৭, বাহুবল ৬০, লাখাই ৩৫, বানিয়াচং ৩৬ ও আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ জন।
এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৩৫ জন। তবে মারা যাওয়া দুইজন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।