সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল এর উদ্যেগে পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার ( ৬ নভেম্বর ) বিকাল ৩টায় শহরের দাউদ নগর বাজার¯’ (সোনালী ব্যাংক সংলগ্ন) শাকিল এর নিজ বাস ভবনের মাঠ প্রাঙ্গনে তার উদ্যোগে শহরের বিভিন্ন মহল্লা হতে বিশিষ্ট মুরুব্বি, গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগন আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
উক্ত মিলাদ মাহফিলে ২নং ওয়ার্ডের মহলুল সুনাম গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী রজব আলী সভাপতিত্তে ও পৌর শহর ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের নেতা মোঃ কিতাব আলী শাহিনের পরিচালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন রেলওয়ে জামে মসজিদের ক্বারী আব্দুল হান্নান।
মিলাদ মাহফিল শুরু হওয়ার পূর্বে মোঃ সারোয়ার আলম শাকিল বলেন, তিনি একটি স্বপ্নের শায়েস্তাগঞ্জ পৌরসভার বিনির্মানে প্রত্যায়ি ও পৌর শহরকে সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দেন এবং পৌরবাসীর সকলের দোয়া, আর্শীবাদ, সহযোগীতা ও সমর্থন কামনা করছেন এবং সকল উপস্থিত জনতা শাকিলকে সমর্থন জানান।
এছাড়া অপরদিকে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দাউদ নগর বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল হাই নূরী। এছাড়াও আরও অনেকে বক্তব্য রাখেন।