হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়েছে মর্মে গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করে। এতে করে তিনটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
স্থানীয় সূত্র জানায়- ভ্রাম্যমান আদালতের অভিযানকালে স্টেশন রোডে বিপ্লব পাল ও তার ভাইয়ের দোকান ও দাউদনগর বাজরে আমিন মিয়ার দোকানে পেঁয়াজের প্রকৃত মূল্য ৫০টাকার স্থলে ৭০-১০০ টাকায় বিক্রি করছিল। এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”