শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা বেশ জোরেশোরে চলছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নতুন এ উপজেলার প্রথম নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থীর মধ্যে বৌ-শাশুড়ি ভোটযুদ্ধ জমে ওঠেছে।
জানা যায়- মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেয়রপত্নী পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেরা সুলতানা হেপী কলস মার্কা ও তার চাচা শশুর মোঃ ইদ্রিছ আলীর স্ত্রী মমতাজ বেগম ডলি প্রজাপতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দুইজনই উপজেলার দক্ষিণ বড়চর (তালুকহড়াই) গ্রামের পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়ার স্ত্রী ও চাচি। এ বিষয়টি এলাকা ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৮ জুন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিন জন চেয়ারম্যান, পাঁচ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী রয়েছেন। ভোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬৬৪। তন্মধ্যে নারী ভোটার বেশি।