সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :- ভোটার হব, ভোট দিব’’ এই শ্লোগান দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২রা মার্চ সোমবার সকাল ১০ টায় সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় ২য় বারের মত জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের পথ প্রদক্ষিন করে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসের সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রজমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, জহুরচাঁন বিবি কলেজ অধ্যক্ষ শামিমা আক্তার, সপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমন দাশ, থানা তদন্ত ওসি আব্দুল মকিত চৌধুরী,
ট্রাফিক সার্জন মুস্তাফিজুর রহমান, দাউদনগর বাজার ব্যকস সম্পাদক ও পাঁচ গ্রাম পঞ্চায়েত সভাপতি আতাউর রহমান মাসুক, সদর উপজেলা আউয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফিক, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী,
শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, রিপোটার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সম্পাদক হামিদুল হক বুলবুল, নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসক্লাব সম্পাদক কাজল মিয়া, উপজেলা নির্বাহী অফিসের সিও সুদাংশু বাবু, উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী মোঃ মোস্তফা প্রমুখ। আগামী ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে আলোচনা করা হয়।