জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ‘জুয়ার আসর’ থেকে পুলিশের হাতে আটক ১২ জন !

শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার আলী (৪০), তাজুল ইসলাম (৩০), উজ্জ্বল মিয়া (২৯), খোকন মিয়া (২৬), মর্তুজ মিয়া (৩০), তাজুল ইসলাম (৪০), মো. সুমন মিয়া (২৪), নোমান মিয়া (২৮), আরব আলী (৩৪), সাদেক মিয়া (৩৯), ইসমাইল মিয়া (২৮), তাজুল ইসলাম(৪২)।

ওসি মোজাম্মেল হোসেন জানান, বুধবার দিবাগত মধ্যরাতে তার নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র, এসআই মুখলেছুর রহমানসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১২ জন গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।