হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নুরপুর স্থানে ট্রাক চাপায় রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই জন রিকশা যাত্রী।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এঘটনাটি ঘটেছে। নিহত রিকশা চালক উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৮)।
স্থানীয় সূত্র জানা যায় , সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।