জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরের বাজার গুলোতে অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ৮ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে পরিচালিত পৌর শহরের পুরান বাজার, দাউদনগর বাজার ও আনফর ড্রাইভার বাজার এলাকায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যাপক তদারকি কার্যক্রম চালানো হয়।

এ সময় পুরান বাজার জয় দূর্গা মিষ্টান্ন ভান্ডার দোকানে নোংরা অপরিষ্কার পরিবেশ থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে দাউদনগর বাজার না পেয়ে ড্রাইভার বাজার আজিজ এন্টারপ্রাইজ এ পেঁয়াজের মূল্য ১৮০ টাকা, মেয়াদ উর্ত্তীণ ময়দা, সুজির মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ। এ অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।