আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ১০হাজার টাকা জরিমানায় দন্ডিত পলাতক আসামীকে গ্রেফতার করেছে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার আসামী উপজেলার ব্রাহ্মনডোরা গ্রামের জহুর আলীর ছেলে আব্বাস আলী।
আজ মঙ্গলবার ২৬ অক্টোবর বেলা ৩টার সময় এসআই স্বপন চন্দ্র সরকার এবং এএসআই বিধান রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা গ্রামের জহুর আলীর ছেলে আব্বাস আলীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-০২/০৫ (শায়েস্তা), ধারা-৩২৬ পেনাল কোড এর ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী-আব্বাস আলী দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে আটককৃত আব্বাস আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।