শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ী ও তার মাকে পিটিয়ে সর্বস্ব নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
জানা যায়, ওই গ্রামের ক্যানসার আক্রান্ত মকসুদ মিয়ার পুত্র রুমেল মিয়ার সাথে তার পাশ্ববর্তী এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলে আসছিলো৷ এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় প্রতিপক্ষের লোকজন রুমেলের দোকানে এসে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে রুমেল বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে।
এ সময় তার মা মিনারা খাতুনকেও আহত করে। স্থানীয় লোকজন রুমেলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় রুমেল মামলার প্রস্তুতি নিচ্ছে।