জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ফুটপাতে দোকান বসানোর অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রধান সড়কের ফুটপাতে দোকান বসানোর অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার।

সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দাউদনগর বাজারে পৌর মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানোর কারণে ৫টি দোকানকে দুইশত টাকা করে এক হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও দুইটি মোটরসাইকেল একটি ট্রাকসহ মোট আড়াই হাজার টাকা জরিমান করা হয়েছে।

পাকিস্তানি সেনাদের গুলিতে অফিসারসহ ৬ ভারতীয় সেনা নিহত

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।