হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও টমটম (ইজিবাইক) মুখোমুখি সংর্ঘষে টমটম চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায়৷
নিহত আবেদুর রহমান সুহাগ (১৮) চুনারুঘাট উপজেলার হাসের গাওয়ের আজিজুল হকের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী (ঢাকা মেট্রো-ব- ১১-৫৯৬৪) যাত্রীবাহী বিরতীহীন বাস এবং শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী টমটম (ইজিবাইক) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের চালক ঘটনাস্থলেই নিহত হন।