শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল আহাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিলে ডাকাতদের হামলায় আব্দুল আহাদ গুরুতর আহত হয়।
তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার পশ্চিম বিরামচর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য আব্দুল আহাদ বলেন, মুখোশধারী ডাকাত তার বাড়িতে হানা দেয়। পরে কোন কিছু বুঝে উঠার আগেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধ লক্ষাধিক টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: আনিছুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।