হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রিজিং গাড়ি ছাড়া সিএনজি যোগে প্যাকেটজাত মহিষের মাংস বহণের অপরাধে ও ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদলতের বিচারক উপজেলার নির্বাহী অফিসার সুমী আক্তার ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় মাংস ব্যবসায়ী আব্দুর রউফ সবুজকে জরিমানা আদায় করেন এবং মাংসগুলো জব্দ করে গর্তে পুতে রাখা হয়।
এর আগে সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর নামকস্থান থেকে সিএনজিযোগে ৪২ কেজি মাংস নিয়ে যাবার সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতে গাড়ি আটক করেন পুলিশের এসআই কামরুল ইসলাম।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রণপদ দে ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শেখ মোঃ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান- মহিষের মাংষগুলো ভারত থেকে আনা হয়েছে। সেগুলো প্রিজিং পদ্ধতিতে না রাখায় ও মাংস ব্যবসার জন্য প্রয়োজনী কাগজ পত্র না থাকায় বিক্রি এবং খাবারের অনুযোগী।
তারা জানান- মাংসগুলো ধ্বংস করে মাটিতে পুতে রাখা হয়েছে।