জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় দুই জনকে ১২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ রোববার (১৪ জুন) দুপুরে দাউদনগর বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

স্থানীয় সূত্রে জানায়- এক পান দোকানদার মুখে মাস্ক ব্যবহার না করায় ২০০ টাকা ও এক মহিলা ক্রেতাকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন- সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।