জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে শীতকালিন খেলার বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে শীতকালিন খেলার বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শায়েস্তাগঞ্জ উ”চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত দুই দিন ব্যাপী বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, ব্রাহ্মণডোড়া ইউ/পি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া, আ’লীগ নেতা আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ বালিকা উ”চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু,

মীর ইখলাছুর রহমান, ডালিম, শায়েস্তাগঞ্জ উ”চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন।