হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি দল ল্যাফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ড্রাইভার বাজারে অভিযান চালায়।
অভিযানকালে ১ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলার শিমরাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জিলানী (৩৫) ও একই গ্রামের মোঃ রহমত উল্লাহ (২২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।