হবিগঞ্জ শায়েস্তাগনজ উপজেলার দেউন্দি পুলিশ চেকপোষ্ট সংলগ্ন এলাকা হতে ২৪ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যাক্তি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে সাগর আহমদ জসিম (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্ত্বে এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই বিধান রায়, আরাফাত হোসেন, সোহরাব হোসেন, কামাল হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে দেউন্দি পুলিশ চেকপোষ্ট সংলগ্ন দেউন্দি হতে বরমপুর বাজারগামী পাকা রাস্তার কালভার্টের উপর অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে সাগর আহমদ জসিম (২৩) কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।