হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫০০ টাকার জরিমানা করা হয়।
আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা।
জানা যায়, উপজেলার দাউদনগর বাজারে মিজান কসমেটিক্স ১০ হাজার, অনিক সাইকেল মার্ট ২০ হাজার, রূপা কসমেটিক্স ৫ হাজার, রানা জুয়েলার্স ২ হাজার ও পুরানবাজারে বিলাল মিয়ার চা দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও পুরানবাজারে সুটকি ঢেকে না রাখার কারণে পাঁচ ব্যবসায়ীকে ২০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।