জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ উদ্যাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদারের সঞ্চালনায় ‘‘দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’’ এই স্লোগানে দিবসটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ গাজিউর রহমান ইমরান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডাঃ রমা পদ দেব, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ থানার এস.আই মোঃ কাউছার মাহমুদ তরুন, জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, নুরপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ মখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলেনা খাতুন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, নুরপুর ইউ/পি আ’লীগের সভাপতি মোঃ ইসহাক আলী সেবন প্রমুখ।

প্রধান অতিথি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, “পৃথিবীতে দূর্যোগ অনেকভাবে আসে। যেমন বন্যা, অগ্নিকান্ড, ভূমিকম্প সহ অনেক দূর্যোগ দেখা দিলে আমাদের সচেতন থাকতে হবে। বর্তমানে কোভিড-১৯ সংক্রমন সারা বিশ্বে দেখা দিয়েছে এতে অনেকেই প্রাণ হারিয়েছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। এরকম দূর্যোগ মোকাবেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”