হোসাইন মির্জাঃ শায়েস্তাগঞ্জ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেডের অফিস থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা চুরির মামলায় ১ জন আটক।
আজ ২৭ জুলাই মঙ্গলবার সন্ধা ৫ ঘটিকায় রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড এর শায়েস্তাগঞ্জ শাখার ম্যানাজার খান মুজাহিদুর রহমান বাদী হয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চুরির অভিযোগ তুলে অজ্ঞাতনামা আসামী করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সার্বিক দিক নির্দেশনা ও তদন্ত কর্মকর্তা তত্ত্বাবদায়নে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন সহ একদল পুলিশের সহায়তায় ১ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করে।
রেইনবোর সিন্দুক কেটে টাকা চুরির ঘটনায় রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেডের শায়েস্তাগঞ্জ শাখার পার্সেল সহকারী হামিম (২২) নামে এক যুবককে আটক করা হয়।
তার তথ্য মতে ৪ লক্ষ ৫২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক আসামীকে আদালতে সোপর্দ করা হয়।