হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল (২২ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ নজীব আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা।
এ সময় সুতাং ব্রিজের উত্তর পাশে গাজা সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের স্বীকারোক্তি ও স্থানীয় লোকজনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর ৪২ (১) ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ১। মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা : মরম আলী, গ্রাম: মাহমুদাবাদ, দক্ষিণ সুরমা, সিলেট ২। আফসার মিয়া (৪০), পিতা: ছায়েদ আলী, গ্রাম: নোয়াগাও, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, ৩। মোঃ লায়েক মিয়া (২৫), পিতা: আব্দুল মতলিব, গ্রাম: মদনপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ নজীব আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।