জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শীতার্ত মানুষের পাশে চুনারুঘাটের মানবিক ব্যক্তি আলহাজ্ব আব্দুল আহাদ

হোসাইন মির্জা: ষড় ঋতুর দেশ, মোদের এই বাংলাদেশ। প্রতি ২ মাস অন্তর অন্তর বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে শীতের উপস্থিতি নাড়া দিচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, তবুও এই সময়ে কিছু মানুষ দরিদ্রতার নীচে বসবাস করছে।

যারা নিজেদের জন্য শীতের কষ্ট থেকে বাঁচতে শীত বস্ত্র ক্রয় করতে পারছে না। ঠিক সেই সময়ে বিভিন্ন হাফেজি মাদ্রাসা, এতিমখানা, দরিদ্র শিক্ষার্থীসহ নিজ গ্রামের এবং এলাকার দরিদ্র লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন হবিগঞ্জ জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়িক আহাদ থাই এ্যালুমিনিয়াম এর সত্ত্বাধিকারী চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের অন্তর্ভুক্ত মহিমাউড়া গ্রামের জনাব আব্দুল আহাদ।

মানবিক ও শিক্ষানুরাগী জনাব আব্দুল আহাদের সাথে যোগাযোগ করে জানা যায় এ পর্যন্ত তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দুইশতরও বেশি কম্বল এবং বেশ কয়েকটি হাফেজিয়া মাদ্রাসায় ফ্লোরে আরামে বসে পড়ার জন্য কার্পেট দান করেন।

উল্লেখ্য যে, শুধু এই সময়েই নয়, বহুদিন পূর্ব থেকেই আব্দুল আহাদ নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক সংগঠনসহ অসহায়, দরিদ্র লোকদেরকে আর্থিক সহযোগিতা করে আসছেন।