মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
জানা যায়, বিগত ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকার সময় ভিকটিম ছাবিয়া বেগম মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫,০০০ টাকা উত্তোলন করে ২ হাজার টাকা আলাদা রেখে বাকি ৭৩,০০০ টাকা ভ্যানেটি ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের নাক ও মুখে সংজ্ঞা বিলোপকারী পদার্থ নিক্ষেপ করে। এতে ভিকটিম ছাবিয়া বেগম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের ব্যাগে থাকা নগদ ৭৩,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। যা বড়লেখা থানার মামলা নং- ১০/১৪০, তারিখ- ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড-১৮৬০। চা ল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চা ল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ১৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। ইব্রাহিম মিয়া (৫৯), পিতা- মৃত তুফান আলী, সাং- দক্ষিণ রাজটিলা, ২। মোঃ শাহাব উদ্দিন (৩৪), পিতা- মৃত মতি মিয়া, সাং- বালিগাওঁ, ৩। মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), পিতা- মৃত কলিম উল্লাহ চৌধুরী, সাং- নগর, ৪। শরীফ মিয়া (২৩), পিতা- ইব্রাহিম মিয়া, সাং- দক্ষিণ রাজটিলা, সর্ব থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার এবং ৫। জুবায়ের মিয়া (২৮) পিতা- হাবিব মিয়া, সাং- কালাপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।