জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্রীমঙ্গল (হবিগঞ্জ) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে একজন মোটর সাইকেল আরোহী মারা গেছেন।

রোববার সন্ধ্যায় শহরের মৌলভীবাজার সড়কের হাউজিং স্টেইজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলো রিয়াজ আহমেদ, পিছনে বসা ছিলো তানভীর আহমেদ। এসময় পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিস এর গাড়ি তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তানভীরের অবস্থা খারাপ হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ৮ টার দিকে মারা যায়।

নিহত তানভীর শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার এস আই রাব্বি বলেন, আমরা কাভার্ড ভ্যানটি আটক করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।