৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:০৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শ্রীমঙ্গল থেকে অজগর সাপ উদ্ধার!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে আবারও লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত সপ্তাহেও লোকালয় থেকে আরেকটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের ইরেশ দেব এর বাড়ির পাশে ধান ক্ষেতে অজগর সাপ দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, গত সপ্তাহেও লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।