হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ১ হাজার নারী-পুরুষের মাঝে মানিবক সহায়তা বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
আজ শুক্রবার সকাল ১১টায় প্রথমে তেঘরিয়া ইউনিয়নের ৫০০ জন এবং পরে গোপায়া ইউনিয়নে আরও ৫০০ জনের মাঝে তিনি এ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহেযাগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপকারভোগী প্রত্যেকে ৫০০ করে নগদ অর্থ পাচ্ছেন। অর্থ বিতরণের সময় এমপি আবু জাহির করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।