হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধীতার কারণে তিন চাচাত ভাইকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। আহত তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া, সহিদ মিয়া ও রমজান মিয়া। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আঃ ছোবানের ছেলে মহিবুর রহমানের সাথে আহতদের বিরোধ চলছিল। কয়েকদিন ধরে বিভিন্নভাবে মহিবুর ও তার লোকজন হুমকি দিয়ে আসছে। গতকাল ভোরে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়।
তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷