জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সদর উপজেলায় রাজস্ব সভা ও ভুমি অফিস পরিদর্শন

হবিগঞ্জ সদর উপজেলায় রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ।

সদর-উপজেলায়-রাজস্ব-সভা-ও-ভুমি-অফিস-পরিদর্শন

উপজেলায় রাজস্ব সভা শেষে পৌর ভূমি অফিস এবং গোপায়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা।

এসময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, রেকর্ড পর্যবেক্ষণ এবং সেবা গ্রহীতাদের সাথে আলোচনা করেন। তাছাড়া সকল ধরণের ভুমি সংক্রান্ত বিষয়ে দ্রুতগতিতে নিষ্পত্তি এবং নাগরিকদেরকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।