শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ৮ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা কনফারেন্স রুমে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
মিটিং সূত্রে জানা যায়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারী বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই আলোকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক প্রস্তুতি এবং করণীয় বিষয় সম্পর্কে হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধানদের সমন্বয়ে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।
এসময় করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।