জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সদর উপজেলা নির্বাচনে সৈয়দ আহমদুল হকের প্রার্থীতা ঘোষনা

প্রেস বিজ্ঞপ্তিঃ পইলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থীতা ঘোষনা করেছেন।

গতকাল ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সৈয়দ আহমদুল হকের ৬৯তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান ও নির্বাচনী পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।

হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরুব্বীয়ান ও যুব সমাজের উপস্থিতিতে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বহুলা আটাশ এর সর্দার চৌধুরী আতাউর রহমান বাচ্চু মিয়া।

বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, হাফিজ আব্দুর রহমান গোবিন্দপুর, মোঃ রফিক মিয়া সর্দার ডেমেস্বর, মোঃ আব্দুল মন্নাফ সর্দার শরিফপুর, সৈয়দ মিয়া সর্দার রায়ধর, মাওঃ আতাউর রহমান রায়ধর, আব্দুল মন্নান সর্দার বহুলা, মতিন সর্দার বহুলা, ফরিদ মিয়া সর্দার শরিফপুর,

নুর হোসেন শরিফপুর, হাজী সিদ্দিক আলী সর্দার পাঁচপাড়িয়া, শাহ আলম সর্দার উত্তর তেঘরিয়া, মোহাম্মদ আলী মমিন বানিয়াচং, লিয়াকত আলী তেঘরিয়া, সামছু মিয়া রিচি, আব্দুস সালাম সর্দার বহুলা, শুকুর সর্দার বহুলা, মানিক মেম্বার সইদপুর, মোঃ আওয়াল মিয়া অনন্তপুর, ইউনুস মেম্বার দিঘলবাক, রেজোয়ান মেম্বার উচাইল, মানিক মেম্বার কাটাখালি, তাজুল ইসলাম পইল,

মোঃ বজলুর রহমান আতাব আউসপাড়া, রফিকুল ইসলাম মাস্টার দক্ষিণ, রমেশ দাশ, নিরঞ্জন দাশ, রফিকুল ইসলাম মেম্বার, রমিজ আলী, হায়দার আলী, কাইয়ূম মেম্বার, আব্দুল জলিল মিন্টু, মোস্তফা জামাল মেম্বার, পরশ মিয়া, দুলাল মিয়া, বশির মিয়া, ফজলুর রহমান ভাদৈ, মানিক মিয়া, মোঃ আলাউদ্দিন রাজিউড়া, সোবহান সর্দার ভংগুরহাটি,

কাদির মেম্বার সোয়ারগাও, নায়েব আলী সর্দার চানপুর, আব্দুল কুদ্দুছ রেজভী উত্তর চতুল, গিয়াস উদ্দিন মেম্বার মাহমুদপুর, আব্দুল মুছাব্বির রুনু, আলাউদ্দিন বৈদ্যার বাজার, তাহের মিয়া বৈদ্যার বাজার, মোঃ আরজত আলী, তোফাজ্জল হক, সুজন মিয়া, আব্দুর রউফ, শামসুল হক দক্ষিন বেকিটেকা, শাকিল লস্করপুর প্রমুখ।

জন্মদিন পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দ আহমদুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানান হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জি কে গউছ।

সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দিঘলবাকের মাওলানা সৈয়দ শাহেদ আহমেদ। সভায় বক্তাগন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ আহমদুল হকের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।