হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও বীর ম্ুিক্তযোদ্ধাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং সদর উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেন। এর পূর্বে জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌছলে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা জানান।
জনপ্রিয় ৫ সংবাদ
আরো কিছু সংবাদ
Previous article
Next article