হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল-মামুন এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বাদ মাগরিব প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
ক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও শাকিল চৌধুরীর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রুহুল হাসান শরীফ, মোঃ সাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জমান, এখলাছুর রহমান খোকন। প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান নিয়ন, শফিকুল আলম চৌধুরী, টিপু চৌধুরী, নুরুজ্জামান ভূইয়া মামুন, মোঃ আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, রাশেদ আহমেদ খান, এস.এম সুরুজ আলী, মোঃ মুজিবুর রহমান, আব্দুল হালিম, প্রদীপ দাস সাগর, আবু হাসিব খান চৌধুরী পাভেল, ফয়সল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম কহিনুর, জাকারিয়া চৌধুরী, সাইফুর ইসলাম তারেক, বদরুল আলম, এম.এ আজিজ সেলিম, মরহুম আব্দুল্লাহ্ আল-মামুন এর এক মাত্র ছেলে মারুফ।
সভায় উপস্থিত ছিলেন মোশাহিদ আলম, শরীফ চৌধুরী, মোঃ ছানু মিয়া, সুকান্ত গোপ, এম.এ.আর শায়েল, আনিসুজ্জামান চৌধুরী রতন, মশিউর রহমান, সানী। বক্তারা তার কর্ম জীবনের বিভিন্ন স্মৃতি চারণ করেন।
শোকসভায় আব্দুল্লাহ্ আল-মামুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য হাফেজ আব্দুর রউফ সেলিম।