হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোহাম্মদ শাবান মিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বাদ জোহর হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী।
প্রেসক্লাব সদস্য শফিকুল আলম চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, রাশেদ আহমেদ খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শাকিল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, আব্দুল হালীম, মুজিবুর রহমান, এন.এম ফজলে রাব্বী রাসেল, মোঃ কাউছার আহমেদ, মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফ্তী আলমগীর হোসাইন সাঈফী।
বর্তমানে মোহাম্মদ শাবান মিয়া ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। উনার হার্টের রিংক প্রতিস্থাপন করা করা হবে।