চলতি বছরে এইচএসসি – ২০২৪ পরীক্ষার ফলাফলে সিলেট স্কলার্স হোম শাহ ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে বাণিজ্য বিভাগ ( ব্যবসা শিক্ষা ) থেকে জিপিএ – ৪.৭৯ পেয়েছে সৈয়দ মোফাচ্ছির হোসাইন আবির।
তার স্থায়ি বাড়ি সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া এলাকায়। বর্তমানে সিলেট শহরে রায়নগর আবাসিক এলাকার বাসিন্দা কাতার প্রবাসী সৈয়দ মোফাজ্জল হোসাইন ও সৈয়দা করিমুননাহার (ইয়াসমিন) এর প্রথম সন্তান এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর ভাগনা ।
এদিকে ছেলের কৃতিত্ব পূর্ণ ফলাফলে উচ্ছাসিত পিতা – মাতা এবং মামা। পিতা সৈয়দ মোফাজ্জল হোসাইন বলেন , এমন সাফল্য প্রথম সন্তানের জন্য ভীষণ আনন্দের। তারা ছেলের এমন সাফল্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট স্কলারসোম শাহ ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সকল শিক্ষক মন্ডলী সহ সবার প্রতি । যারা বিভিন্ন সময়ে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন । তারা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন ।
উল্লেখ যে, চলতি মাসে এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ করেন ।