চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে সাপ ও নেউল অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা প্রানীর মধ্যে ছিল ৮ টি সাপ ও একটি নেউল।
রবিবার দুপুরে সাপগুলো উপজেলার চান্দপুর বাজার থেকে উদ্ধারের পর জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বনকর্মীরা উপজেলার চান্দপুর বাজার থেকে ৩টি গোকরা সাপ, ৩টি কাল নাগিনী, ১টি কিং কোবরা ও একটি দারাশ সাপ এবং একটি বেজি উদ্ধার করে।
সাপগুলো দিয়ে জনৈক ব্যক্তি খেলা দেখাচ্ছিল। পরে সাপগুলো নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।