জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সাবেক এমপি কেয়া চৌধুরীকে লাঞ্ছিতের চেষ্টা

শায়েস্তাগঞ্জে বিজয় দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিকের সামনে সাবেক সংসদ সদস্য (এমপি) আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে লাঞ্ছিতের চেষ্টা করেছে একদল যুবক। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।

সভার এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তার বক্তব্যে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একদল যুবক কেয়া চৌধুরীকে লাঞ্চিতের চেষ্টা চালায়। পরে উপস্থিত পুলিশ তাকে উদ্ধার করে।

আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে ফোন তার ব্যক্তিগত সহকারী বলেন- ম্যাডাম সভা থেকে আসার পরই খুব অসুস্থ আছেন, এখন কথা বলতে পারবেন না।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘সভায় কেয়া চৌধুরীর একটি বক্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কে বা কারা কেয়া চেওধুরীকে লাঞ্চিতের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’