হবিগঞ্জ পৌরসভার পুরাতন মুন্সেফী নিবাসী সাবেক ঠিকাদার নুরুন্নবী মিন্টু আর নেই। বুধবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকাস্থ কিডনী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে আমেরিকা প্রবাসী নিয়াজ মুহাম্মদ চৌধুরী ও ছোট ছেলে তারুণ্য সোসাইটি হবিগঞ্জ এর সহ সভাপতি ফয়েজ আহমেদ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা বাজার জামে মসজিদে প্রথম ও বাদ যোহর শায়েস্তানগর টাউন মডেল মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শায়েস্তানগর কবরস্থানে তাকে দাফন করা হয়।
নুরুন্নবী মিন্টু এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খোয়াই সম্পাদক শামীম আহছান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরি।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।