জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেটে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাবি প্রতিনিধি: ‘সিলেট নগরীর কাজল শাহ এলাকার একটি বাসা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের  শিক্ষার্থী সাইফুর রহমান প্রতীকের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সিলেটের কোতোয়ালি থানার এসআই আকবর হোসেন ভূঁইয়া এ ঘটনা নিশ্চিত করেন।

এসআই আকবর হোসেন ভূঁইয়া জানান, ‘সিলেট নগরীর কাজল শাহ এলাকার একটি বাসা থেকে সোমবার বিকেলে পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত প্রতিকের লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমাদের ধারণা রবিবার মধ্যরাত বা শেষ রাতে তিনি আত্মহত্যা করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘তার পরিবারকে জানানো হয়েছে। সবার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।