জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেটে শীতের পূর্বাভাস

আবুল কাশেম রুমন: সিলেটে টানা কয়েক দিনের বৃষ্টির পর আকাশে দেখা মেলছে ঝক ঝকে উজ্জ্বল সূর্যে আলো। বৃষ্টি কেটে যেতেই এরই মধ্যে প্রকৃতিতে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস। আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলে তাপমাত্রা ক্রমাগত কমে শীতের আমেজ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আপাতত তাপমাত্রা আর বাড়ার কোনো সম্ভাবনা নেই।

তারা জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।