সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: সিলেট – কক্সবাজার ও ঢাকা – সিলেট রেলপথে নতুন ” ননস্টপ আন্তঃ নগর ” দুটি ট্রেন ১লা নভেম্বর থেকে চালু হলেও শায়েস্তাগঞ্জ জংশনে স্টপিজ নেই ।
অবশেষে সিলেট , কক্স বাজার ও ঢাকা বাসীর স্বপ্ন পূরণ হয়েছে । খুব সহজে সিলেট , কক্সবাজার ও ঢাকার পর্যটক সহ সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে পারবে ।
বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন সূত্রে জানা যায় , সিলেট – কক্সবাজার ও ঢাকা – সিলেট গামী রেলপথে নতুন ” ননস্টপ আন্তঃনগর ” ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে । সিলেট – কক্স বাজার ট্রেন ছাড়বে ভোর সকাল ৭টা ৩০ মিনিটে আর কক্সবাজার পৌছবে বিকাল ৫টায়। এবং কক্সবাজার – সিলেট ট্রেন ছাড়বে রাত ৮টায় সিলেট পৌছবে ভোর সকাল ৫টা ৩০ মিনিটে ।
অপর দিকে ঢাকা – সিলেট গামী ট্রেন ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে এবং সিলেট পৌছবে বিকাল ৩টা ১০ মিনিটে এবং সিলেট – ঢাকা গামী ট্রেন ছাড়বে বিকাল ৪টা এবং ঢাকা পৌছবে রাত ১১টায় ।
তবে দুঃখের বিষয় সিলেটের সড়ক ও রেলপথ মুখ শায়েস্তাগঞ্জ । হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন কিন্তু দেশ- বিদেশের প্রতিদিন বহু পর্যটক হবিগঞ্জে আসছেন । শায়েস্তাগঞ্জ দুটি নতুন ট্রেন স্টপিজ না থাকায় হবিগঞ্জবাসী ক্ষুদ্ধ ।