শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জঃ
সিলেট থেকে নবীগঞ্জ ফেরার পথে ছিনতাইকারীর হামলায় নবীগঞ্জ আনজুমানে তালামীযে ইসলামীয়ার কলেজ শাখার সহ সভাপতি আব্বাস উদ্দিন গুরুতর আহত হয়েছে।
জানা যায় মঙ্গলবার সকালের দিকে জরুরী কাজে আউশকান্দি হতে সিলেট গিয়েছিল আব্বাস উদ্দিন । কাজ শেষে সন্ধার পর বাড়ী ফেরার সময় হলে সিলেটের হুমাউয়ুন রশিদ চত্বর থেকে যাত্রীবাহী প্রাইভেট কারে রওনা হয় আব্বাস উদ্দিন ।
মাঝ রাস্তায় তাকে গাড়ী থেকে নামিয়ে ৪/৫ জন লোক বেধরক মারধোর করে তার মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিজ-পত্র ছিনতাই করে নিয়ে যায় ।
এসময় আহত আব্বাস উদ্দিনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে উদ্ধার করে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।