জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেট বিভাগীয় অ্যাওয়ার্ড-২০১৮ পেলো হবিগঞ্জ জেলা দুপ্রক

নিজস্ব প্রতিনিধিঃ শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট বিভাগীয় অ্যাওয়ার্ড-২০১৮ পেলো হবিগঞ্জ জেলা দুপ্রক । দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ প্রথম স্থান অধিকার করায় এ অ্যাওয়ার্ড পেলো হবিগঞ্জ জেলা দুপ্রক।

দূর্নীতি প্রতিরোধে অসামান্য অবদান রাখায় গত রবিবার (২১-৪-২০১৯) দুপুরে সিলেটে কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সংশ্লিস্ট জেলা দুপ্রক সভাপতি সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের হাতে নগদ অর্থ সম্মানী ও ক্রেস্ট সহ এই অ্যাওয়ার্ড তুলে দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত্।

একই সময় সংশ্লিস্ট বিভাগের হবিগঞ্জ সহ চার জেলার অধীন কয়েকটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির একাধিক সদস্যকেও নগদ অর্থ সম্মানী সহ ক্রেস্ট তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মোঃ বদরুল, দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক অজয় কুমার সাহা, হবিগঞ্জ জেলা দুপ্রক সহ-সভাপতি ডাঃ জমির আলী, তাহমিনা বেগম গিনি, তোকাম্মেল হোসেন কামাল, লুৎফুন্নাহার স্মৃতি, সাধারন সম্পাদক আব্দুজ জাহের, রোটারিয়ান মোঃ মহসিন, এডভোকেট সামছুল হক, এডভোকেট খোকন ও জাহাঙ্গীর মিয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

লিভারপুল বাংলা প্রেসক্লাবের বৈশাখী মেলা উদযাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক সচিব দিলোয়ার বখত্ বলেন, একটি সুন্দর ও নির্ভরযোগ্য সোনার বাংলা গড়ে তুলতে হলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ সমাজের নানা পেশার মানুষকে স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতিকে ঘৃনার মাধ্যমে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

এছাড়া সরকারী-বেসরকারী যে কোন পর্যায়ে দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে (দুদক কল-১০৬) নম্বরে ফোন দিতে সকলকে অনুরোধ জানান তিনি।

আগামীতেও দূর্নীতি প্রতিরোধে দুপ্রক সদস্যদেরকে আরও অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান তিনি। পরবর্তীতে দুর্নীতি বিরোধী নানা সচিত্র ভিডিও ফুটেজ প্রদর্শন করে দুদক।