জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেট বিভাগে আবারো উর্ধোমুখী করোনা ভাইরাস

সিলেট বিভাগে আবারও করোনাভাইরাস শনাক্তের হার ২০ শতাংশের ওপরে উঠেছে। দু’তিনদিন নিম্নগামী থাকার পর এই বিভাগে করোনা শনাক্তের হারে ঊর্ধ্বগতি হচ্ছিল।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৭৭ শতাংশ।

সর্বশেষ ২০ আগস্ট শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯২ শতাংশ। এরপর তা কমে ১৪-১৫ শতাংশের কাছাকাছি নামে।

সোমবার বিভাগে করোনায় আরও ৭ জন মারা গেছেন। সবমিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৫৯ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় করোনা শনাক্তের হার সর্বোচ্চ ২৭ দশমিক ৩৭ শতাংশ।

এই সময়ে মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া সিলেট জেলায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ এবং সুনামগঞ্জ জেলায় ১০ দশমিক ৭১ শতাংশ।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এতথ্য জানানো হয়।