আজ (৭ মে) শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন ১নং গাজীপুর ইউপির ১নং ওয়ার্ডের বাগিয়ার গাঁও গ্রামে ঈদ উপহার বিতরণ করা হয়।
আমেরিকা প্রবাসী সুলতান আহমেদ এর আর্থিক সহযোগীতায় প্রায় অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তিনি চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশে কোরোনা মহামারীতে লকডাউন এবং পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের কথা তিনি ভুলে যাননি। বিভিন্ন সময় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এই সামাজিক সংগঠনের মাধ্যমেও তিনি হতদরিদ্রদের মাঝে সহযোগিতা করেন।
এবারও তিনি চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এবং নিজে উদ্যোগেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তিনি দেশবাসীর কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।